আমার পৃথিবী অনেক বড়
প্রায় পঁয়ত্রিশ একর!
ক্রমশ জ্ঞানীর তীব্র জ্ঞান আর বুদ্ধির জাহিরতার
ক্রমশ শত সহস্র শ্রদ্ধেয় জীবের অবিরত পথচলায়
ক্রমশ তাদের পদাঘাত আর পূজনীয় পদ-ধুলায়
ক্রমশ ঘৃণার চাপে, ক্রমশ পৃষ্ঠ বাঁচানোর পৃষ্ঠটানে
রোজ রোজ আমার পৃথিবী যাচ্ছে বেড়ে !
হরদম  তার বাড়ছে পরিধি, হায়!
আমার তো ভয় হয় :
কবে কোন দিন বেলুনের মতো
ফুলে ফেঁপে ফেটে যায়!