অনেক কিছু বলার ছিলো, থমকে গেছে সেসব কথা:
নীরবতায় রূপ নিয়েছে অনেক গুমট মুখরতা!
অনেক ছিলো গল্প-কথা _ অলসতায় হয়নি লেখা;
অনেক ছিল তুলির আচর ক্যানভাসে তা পায়নি রেখা।
হৃদয় জুড়ে ইচ্ছা ছিল একসাথে এক পথে হাটা-
হাটতে গিয়ে হঠাৎ দেখি পথের'পরে শুধুই কাঁটা!
দুচোখ জুড়ে স্বপ্ন ছিলো মিলিয়েছে সব শূন্যতায়-
দুই কথাতে এই তো জীবন- পরিপূর্ণ অপূর্ণতায়!