সবশেষ যে ছিল হৃদয় জুড়ে আজ তারে মনে আনা দায়!
অবহেলা পেতে পেতে প্রদীপের আলো'ও ক্ষয়ে ঝরে যায়—
সব ব্যথা, ব্যর্থতার ক্লেশ একদিন নোনাজলে ধুয়ে যায়:
কোটরের অশ্রুরা নিজেরে বিলিয়ে দেয় ঘন নীল কুয়াশায়,
শীতের শিশির হয়ে কিছুদিন ক্ষয়িষ্ণু ফাল্গুনের কচি দূর্বায়
অবজ্ঞাত বেহায়ার মতো থেকে শেষমেশ সেও উবে যায়—
                               কী ভীষণ বিষণ্ণ রূঢ় দ্রুততায়!

নিভৃত হৃদয় জুড়ে ছিল যার বাস আজ তারে মনে আনা ভার:
যার মৃদু হাসি বিধেছিল প্রাণে, গেঁথেছিল কানে সুর যার,
যার কটাক্ষে ক্ষত হয়েছে এ প্রাণ— নেমেছে বসন্তে আষাঢ়,
যেই রূঢ় পাথরের তরে মন মন্দিরে ছিল অর্ঘ্য শেষবার,
নিভৃত হৃদয় জুড়ে ছিল যার বাস আজ তার স্মৃতি শুধু সার—
যত প্রেম ভালোবাসা গ্রাসিয়াছে সবে ঘন এক গহীন আঁধার!