কোথাও তো কেউ নেই:
কেউ নেই অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে শহরে,
শ্যামলীর কাছাকাছি, পাঁচ তারা রেস্তোরাঁয়
ধুলোর গন্ধে ঢাকা পার্কের মোড়ে;
বিষণ্ন দু’টি পায়ে অপ্রস্তুত হেঁটে,
অগোছালো কেউ নেই রোকেয়ার গেটে।

শেফালী ঝড়ার পরে সাজিয়ালি পুকুরের পারে,
ধান তোলা শেষে ফাঁকা মাঠে, নির্জন পথের কিনারে—
কেউ নেই দু চোখের শেষ সীমানায়—
কেউ নেই— সোজাসুজি, ডাইনে বা বায়!

লুট করে নিয়ে গিয়ে সোনাঝরা দিন,
লুট করে নিয়ে গিয়ে হাসি বিমলিন,
এই পীড়িত প্রভাতে, এই স-শঙ্ক সকালে,
এই দুঃসহ দুপুরে, এই বিক্ষুব্ধ বিকেলে,
স্বপ্ন-আহারী সাঁঝে, রূঢ়, নির্মম, নির্ঘুম রাতে—
কোথাও তো কেউ নেই আজ এত অবসাদে।

November 23, 2024 (03:29 AM)
Ambottola, Jashore.