বিচলিত নই আমি পৃথিবীর সব দেহ শব হয়ে গেলে—
যদি বিদ্বেষে জর্জর ঘুণে ধরা বিবর্ণ দেহগুলো
কোনো এক মহামারী ঝড়ে খসে পড়ে:
মানুষ মরেছে সেই কবে কতকাল—
নিষ্প্রাণ কঙ্কাল বাঁচে অহমে, ঘৃণায় ভর করে!