রোগ-শোক, দুঃখ-জড়া সমাচ্ছন্ন এই পৃথিবীতে
যখন ভীষণ ক্লান্ত হৃদয়— কিছুটা প্রশান্তি খুঁজে নিতে
নির্জনতার ভীরে দাঁড়িয়ে সে একা!
স্বপ্নীল উদাস চোখে রাত জাগা রেখা
মৃদু আলো-আঁধারের খেলা সেই চোখে!
রহস্যময় মৃদু বাকা হাসি হেসে সেই নির্বাক মেয়ে
দিগন্তের পানে  চেয়ে আছে, একদৃষ্টে অপলকে!