মনে পড়ে অদিতি
শরতের সেই শেষ সন্ধ্যার স্মৃতি?
অগোছালো সব শব্দ যোজনা, পরিস্থিতি
হয়েছে এমন: সকল নিয়ম, সব পরিমিতি
ভুলে ক্রমাগত শত বাক্যের নির্মিতি
করে গেছে মন। জন ডানের অসংখ্য উদ্ধৃতি
খুলির গহনে জমিয়েছে ভিড়। স্বয়ং আফ্রোদিতি
নয়ন সমুখে, হেরেছি, দাঁড়ানো। ওই টোলের জ্যামিতি,
বাঁকা বাঁকা হাসি, ভ্রুর সজারু, চোখের ত্রিকোণমিতি—
ওই ঝাপটানো চুল, সরু কারুকাজ, ঠোঁটের গ্রাফিতি
হয়েছে তখন হৃদয়ের কাল। তারই মাঝে যথারীতি
গতি হারা এই বেগতিক মন খুঁজেছিল স্থিতি!
আজ আর থাক, প্রিয়, হার্দিক প্রীতি
ও প্রেমের শুভেচ্ছা নাও। তব অমরেশ...ইতি।