যাপিত এ জীবনের যাবৎ যাতনা  মুছে দিয়ে
তুমি তবে আসো মৃত্যুর মতো পূর্ণপ্রাণে চিরতরে —
আবহকালীন সব স্মৃতি ছেঁকে ,
চিরগভীর গোপন  এ আধাঁরে
এসো নিস্তব্ধ নিঃশেষ অকৃত্রিম অভিসারে।