গ্রহের দ্বিপদ প্রাণীগুলো
অর্থ চায়, খ্যাতি চায়, যশ চায়, কীর্তি চায়,
নাম চায়, দাম চায়, হাজার সালাম চায়;
সর্বসক্ষমতা চায়, সর্বস্বচ্ছলতা চায়,
মুঠো মুঠো উত্তেজক, মোলায়েম প্রশান্তি চায়;
দিন-রাত একপাল তোষামুদে প্রজা চায়,
করতলে রূপসীর তরতাজা দেহ চায়।
কখনো আদুরে অ্যালসেশিয়ান হতে চায়,
ইনল্যান্ড তাইপান হতে চায়, রাসেল ভাইপার হতে চায়;
ক্ষিপ্র নেকড়ে হতে চায়, ধূর্ত লোমড়ি হতে চায়,
বন্য শূকর আর হিংস্র জাগুয়ার হতে চায়;
কখনো ওকাপি, কখনো পিরানহো হতে চায়।
কপটতা, হিংস্রতা, আর সদা সর্বত জয়ের তীব্র তাড়নায়
ভালোবাসা, আর ভালোবাসা কুড়ানোর
যথেষ্ট সময় পায় না বলে সবাই সকলই হতে চায়—
শুধু মানুষ মানুষ হতে চায় না।
১৫/১২/২৪ (১৮:৪৫)
আমবটতলা, যশোর।