শেষকৃত্যের আজন্ম দায়ে
জাজ্বল্য চিতায় যবে
নিজেকে পোড়াতে ধূপ ঢালি,
দেখি মৃত নয় প্রাণ,
ধূপের সুগন্ধ তারে ছোঁয়—
এখনও রাতের ঘ্রাণে মাতোয়ারা;
পাখির আহত পালকের মতো
আজো হৃদয়েতে সকাতরে ঝরে
অদূর অতীত হতে ভেসে আসা
সুদূরপ্রসারি এক রবীন্দ্রিক সুর!
পৃথিবীর সব বিবর্ণ বিকেলের চেয়েও
অধিক ধূসর এক জোড়া চোখ
আজও রামধনু ভালোবাসে,
স্নিগ্ধ সূর্যালোকের ভোরে
শরৎ-শিশির ভেজা দুর্বা'র মাঠ হতে
এখনো কোমল মনে হয়
কোনো এক মানবীর বুক;
মাধবীলতার ঝড়ো ঝাপটা হাওয়ার চেয়ে
আজও ঢের বেশি আলোড়ন তোলে
কিশোরীর দীর্ঘ নিশ্বাস;
আজও আরক্ত দুচোখে জল আসে
আর কারো চোখ হতে;
এখনও প্রাণের সাথের প্রাণের যোগাযোগ,
হৃদয়ে হৃদয় আছে আজও ভরপুর!
November 05, 2024 (Ambottola, Jashore)