নিষ্প্রাণ দেহে ছিলো একরাশ বিষণ্নতা, ছিপছিপে যন্ত্রণা ব্যস্ত দু পায়ে,
অবয়ব ঢাকা ছিলো হতাশার মেঘে, কপালের ঘামে ছিলো ক্লান্তির গ্লানি;
এলোচুলে ছিলো তার অবিশ্বাসের জট, সন্দেহ ডুবেছিলো এক কাপ চায়ে;
তবু সে জীবন সে বেছে নিয়েছিলো: কাঁধে তুলে নিয়েছিলো জীবনের ঘানি।
অভিযোগ ঢেকে কালো চশমার ফ্রেমে নীরবে সে চলে যেত সুদূরের গাঁয়ে—
শান্তির স্বপ্নরা একাকার হয়ে একদিন উপড়ানো দুটো চোখ দিত হাতছানি!