ভুলে যাওয়া যায় বলে যদি ভুলে যাই
তবে মেকি এ প্রেমের বুলি; তবে তো বৃথাই
এই ভালাবাসা-বাসি। এর চেয়ে আমি
অগোছালো চুল হয়ে লেপ্টে রবো আজীবন
ঘামে ভেজা কপালে তোমার!
থিতু যদি হই আমি এলোমেলো রৌদ্রোজ্জ্বল দিনে
কপালের নোনা জলে, কণ্ঠে-কপোলে
তুমি কি সরিয়ে দেবে রূঢ় রুক্ষ মেজাজে?
বিশীর্ণ ক্লান্ত আঙুলের ক্ষীপ্রতায়
তুমি কী অযত্নে পিছু ছুড়ে দেবে
যদি কভু লেগে থাকি
উষ্ণ-আদ্র বুকের সরু ফালি ভাজে?