প্রাণ কি ছিল প্রাণে মানুষের, মানুষের ভোরে?
মুগ্ধতা ছিল চোখে? সব ভুলে চলে যেত  ধরলার কূলে?
হৃদয়েতে মায়া ছিল? অশ্রু কি জমা ছিল আখির কোটরে?
দুনয়নে প্রেম ছিল? ভালোবাসা পাওয়া যেত হৃদয়ের কপাটিকা খুলে?
বুকের জমিতে তার পলে পলে জমত কি পলি? গাঁদ হয়ে জমত কি ব্যথা?
গোপনে নিজের কাছে বলত সে কভু নিজের না বলা সব হৃদয়ের কথা?