এ আগুনে একা জ্বলো
যতটা পোড়াক আর যত হোক ক্ষত—
কারো কাছে যেয়ো নাকো; স্নিগ্ধ ফুলের মত
যদিও বা মনে হয় তবুও এ তেলে ভাজা ঘী—
এ প্রশান্ত সহানুভূতির মতি অতি বিশ্রী।