প্রত্যেক মুহুর্তে মুহুর্তে অনুভূত হওয়া
এই নিঃসঙ্গতা- নিঃস্ব অস্তিত্বহীনতা,
হৃদয়ের এই কাতর যাতনা,
এই ক্ষণে ক্ষণে ব্যাকুলতা,
নিজেকে বিলীন করে সপে দেয়া
বারেক দেখার তারে প্রাণের এই যে দীনতা -
যদি এইসব কিছু ভুলে যাই একদিন
তবে জীবনের সাথে হৃদয়ের আজ কেন এই প্রতারণা?
এই অকারণে ভেজা চোখ, এই একা একা হাসি,
অজান্তে আনমনে 'ভালবাসি, ভালোবাসি',
এই জানালায় চেয়ে থাকা, এই অস্বস্তির একা লাগা,
এই রাত ভর তারা গোনা, তারে ভেবে গান শোনা,
নিশ্চিত নিরাশায় প্রতীক্ষার প্রহর গোনা
এই সব মানুষ ভুলে যায় একদিন?
কালের এ কেমন কপটতা?
যদি সব কিছু কেড়ে নেয় কাল,
সময়ের নির্মম হাত যদি মুছে দেয়
সব নিদারুণ প্রিয় অনুভূতি,
তবে ভালবাসা কি কাল আর মায়ার
গোপন বৈঠকে করা কোনো জঘন্য প্রতিশ্রুতি?
আমবটতলা, যশোর (3:31 AM)
২৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ)