এক রাশ ঘন কালো বিষণ্ন, বেওয়ারিশ মেঘেদের মতো আমরাও বাঁচি,
থমথমে রাত্রিতে আমরাও ঝড়ি, আমরাও ঝড়ে পড়ি আষাঢ়ের তোপে।
প্রেমে নয়, দ্রোহে নয়, অসহ্য নীলের মাঝে ঘৃণার খুব কাছাকাছি—
আমরাও বিষণ্ন, বেওয়ারিশ মেঘেদের মতো অযাচিত হয়ে পড়ে আছি।