মেঘ আসে, বৃষ্টি আসে;
দিন শেষে শ্রান্তি আসে, হেলিয়ে পড়া ক্লান্তি আসে;
বীভৎস উদ্ভট অবাঞ্ছিত বহু সংবাদ আসে;
জানালার পাশের টবে থাকা অস্ফুট হলুদ গোলাপ কলিটাতেও
শেষমেশ প্রস্ফুটনের পূর্ণতা আসে-
ফুল ফোটানোর গৌরবে তার সানন্দ সৌরভ আসে।
রাত নিঝুম হলে
ক্রমশ বিতৃষ্ণ রাতে ঝিঁঝিঁর ডাক আসে;
পীচ-ঢালা রাস্তা থেকে মাতাল চালকের ট্র্যাকের হর্ন আসে;
ঝোপঝাড় থেকে বিষাক্ত সাপের খপ্পরে পড়া ভয়ার্ত ব্যাঙের
বেচে থাকার সর্বশেষ তাগিদে প্রাণপণ আর্তনাদ আসে;
জীবনের বহু প্রিয় কিন্তু এই মুহূর্তে নিদারুণভাবে অসহনীয়-
জানালার খয়েরি পর্দাটা ভেদ করে চাঁদের তীব্র আলো আসে;
অবশেষে বহু অপেক্ষার শেষে ঝিমিয়ে পরা অবসাদ আসে।
আসে না শুধু তার বহু প্রতীক্ষিত প্রত্যুত্তর।