দিনের প্রথম ক্ষণে— হৃদয়ে প্রেমের যবে শুভ প্রথম লগন
কেন সেই প্রিয় ক্ষণে ভেঙে দিলে মন?
এই আধপোড়া জীবনেতে কত নিদারুণভাবে প্রয়োজন
তোমায়, তা জানো তুমি? কত স্বপ্নের অনিবার্য ভাঙন
রোধে নিঃস্ব কাঙালের মতো আজ তোমাকে যে চাই
তুমি বুঝবে না, জানবে না তোমার অভাবে জমে কত স্বপ্নের ছাই!

তোমার দু’চোখ যদি চিরদিন উপেক্ষা-অবহেলা হানে
এক মুঠো জীবনের খোঁজে এই নিষ্প্রাণ প্রাণে
আমি কত দূরে, কোন খানে যাবো? আমি যাবো কার কাছে?
কার অথৈ শীতল হৃদয়ে আর এত নিবিড়তা আছে?
মায়ের শাড়ির স্নিগ্ধ আচলের ঘ্রাণ আর কেবা এলোচুলে মাখে?
বিশল্যকরণীর রস আর কার ওষ্ঠ-অধরেতে থাকে?

তুমি চাইলে, জানো, আমি পাহাড় বুকেও হাসতে পারি
বারেক দেখলে তোমার মুখ অনেকটা ক্ষণ বাঁচতে পারি!