অবজ্ঞার অভিব্যক্তির মতো অপ্রিয় এ ক্ষণ
জীবনের খেরোখাতা থেকে মুছে দেয়া যায় বুঝি?
বুঝি চাইলেই ছেঁচে ফেলা যায় সব ক্লেদাক্ত করুণ সময়?
প্রিয়তমের অভিশাপের মতো, অহেতুক অভিযোগের মতো,
উপেক্ষিত আক্ষেপের মতো দুঃসহ
এ সময় থেকে বের হতে কে-ইবা না চায়?
তবু অবুঝ কিশোরীর অকারণ-অভিমান সম
         থেমে রয় এ জীবন, এই ক্ষণ এ সময়!