এ পৃথিবী সেই নেশাতুর নারীর মতন
পুষ্পাঞ্জলি আর বেদনাশ্রুতে যার ভেজে না হৃদয় –
কামার্তের লোলুপতায়, লালসার লালারসে গলে তার মন!
যা শুদ্ধ-বিশোধিত, নিষ্কলুষ-গ্লানিহীন:
উন্মত্ত মাদকতা, বিকৃত খ্যাপামির ছোঁয়া নেই যাতে –
যা কিছু সহজ-সরল, শুভ, স্বাভাবিক কেউ তারে করে না বরণ!