দীর্ঘ আয়ু
জীবনের অর্থ খোঁজায় ব্যস্ত এক কবি
ভেবে চলে, লিখে চলে-
তারপর?
বৃক্ষেরা তাকে জানায় জীবনের বিচিত্র সব কথা, প্রত্যক্ষদর্শী তারা অনেক কালের।
স্বল্প আয়ু মানুষের আকাঙ্খা অনেক।
কচ্ছপের মতো সে দীর্ঘআয়ু নয় বটে,
তবে বাঁচার শখ আর তীব্র বাসনায় কখনওবা ছুঁয়ে যায় শতায়ু সময়-
সবাই নয়, কেউ কেউ
সংখ্যায় নারী বেশি না পুরুষ
তাও পরিসংখ্যানের বিষয়।
দীর্ঘ সময়ের জীবন মানুষের জন্য যন্ত্রণার,
সুখ-দুঃখের স্মৃতির লং প্লে রেকর্ড বার বার বাজানো যেমন।
এখন রেকর্ডের যুগ সমাপ্ত প্রায়,
সিডিতে শুনি বেটোভেন, মোর্জাট;
জীবনের সিডিতে স্বপ্ন, সুখ-দুঃখ লিখে যেতে চাই, পারি না।
মনের সিডি রাইটারে বারবার নির্দেশনা দেয়-
‘দেয়ার ইজ নো সিডি ইন দ্য ড্রাইভ’- এ কেমন পরিহাস প্রযুক্তির?