কৈশোরের বন্ধনহীন উচ্ছলতায় বন্য হরিণী তুমি।
তোমার শ্যামলা মুখে সকালের রোদ্দুর খেলা করে।
শুধু তোমার কথা শোনার জন্যে,
এক রাজ্যহারা রাজপুত্রের অন্তহীন প্রতীক্ষা।

চপল শালিকের মতো তোমার দুষ্টুমি
কিন্তু তারপর.........মৌনতার প্রাচীরে বন্দি তোমার ভালোবাসা।
নৈবেদ্য গানে উৎসর্গকৃত তোমার জীবন।

তোমার হাসি যেন হেমন্তের ধূসর কিংকন।
তোমার জলে ভেজা চোখ কখনওবা দুঃখী ঝরণা হয়ে যায়।

রূপালী নদী আমি কোথাও পাবো না, যেমন পাবো না স্বপ্নের সন্ধ্যা অথবা
কল্পনার বাসর।