পরিযায়ী
আলতামাস পাশা
কার্তিকের উদাসী সকালে
শিশির বিন্দু জমে থাকা ঘাসে
তোমার পদচিহ্ন খুঁজে ফিরি
পরিযায়ী পাখির মতন।
দেশান্তরী আমার মন
কী পাবার সাধে
ধান, নদী, বকেদের আস্তানা ছেড়ে
পেঁচার মতন অন্ধকার খুঁজে পেতে চায়।
ছোট ছোট পোকা-মাকড় অথবা
সাপ-ব্যাঙ ধরে খেতে জীবনের তরে।
জীবনের অর্থ শুধু খাদ্যান্বষণে কেটে যায় মাস ও বছর,
আবার আসে হেমন্তের হিম ঝরা সন্ধ্যা আর রাত।
আসে নবাণ্নের শস্য উৎসব,
ধানের গন্ধ ভাসে কার্তিকের দেশে অঘ্রাণের হিমেল রাতে।