ভাবতে পারি না তোমাকে ছাড়া আমি কোন কিছু
সব কাজে, চিন্তা ও স্বপ্নে তোমার ছায়া,
অদ্ভূত এক মায়া আমার সমস্ত সত্তা জুড়ে।
আমার বাঁচার প্রেরণা তুমি,
যেমন সবুজ দূর্বা ঘাস বাঁচে
বৃষ্টির জল আর রোদের আদরে।
কোন এক অদৃশ্য বাধাঁয় তোমায় আমি চাইতে পারি না,
তবু তো কল্পনায় তুমি আছো জীবন্ত হয়ে।
জীবনে সত্যের উপলদ্ধি সৌন্দর্য্য হয়ে ওঠে বেদনাময়,
তবু বাস্তবে থাকে অন্য কিছু, অন্য কোন পরিচয়।।