যেমন জড়িয়ে ছিলে ঘুম ঘুম বরফ মাসে।
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে।
আবার সন্ধ্যাবেলায় ফিরে যাওয়া জাহাজ পাশে।
বুকে পাথর রাখা মুখে মৃদু হাসি।
যে যায় নিজের দেশে। আমরা স্রোত কুড়াতে চাই-
যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসা এবং এই ভালোবাসা।
আমার দেয়াল ঘড়ির কাটায় তুমি মিশে আছো!!
অর্থহীন ভালোবাসায় শিহরিত!!
দিনগুলোর মাঝে নতুন আলোর বিচ্ছুরণ,
ধ্বনিত-প্রতিধ্বণিত হয় নিরাশার শব্দমালা।।