অজান্তে আমি

কখন অজান্তে নাম লিখে যাই,
পাথরে, গাছের বুকে।
আমি হই শিশির কণা
অথবা সকালের এক ঝলক রোদ।

নাম থাকে, আমি থাকি না।
আমি মৃত্যু হই, কখনওবা স্বপ্নও-
তারপর ঝরে যাই, যেন ঝরা বকুল।।