ক্রীড়ক আমি,
              ক্ষৌণীশ ক্রীড়নক,
                            ক্রীড়ন পন্থে
            মহা এক নিয়মে চিরবদ্ধ, ভারাক্রান্ত; যবে,
                  আসিলাম মানসের মানুষ
এই আজব অবণী প’রে,

          আমি হেরিলাম যেন
          একটু ম্লান হাসি
          অশ্রু সাগর তীরে।

      দৈনন্দিনে এই মর্ত্যচরে ব্যস্ত
               জীবনেরি ছলে
      অশ্রুমেঘনভঃ ঘেরা নীল
                 বেদনা তলে --

        বহিছি জীবনরে মম
       আলো-ছায়া-আঁধারে।

  বেলা শেষ হইবে যব
            ভব মায়ায় উঠিবে কাঁদিয়া হৃদয় মম -
     অজানা পাড়ের ভয়াল শংকায়;

লইতে হইবে তবুও অমোঘ বিদায়
                 উৎকণ্ঠাভরে।