ফিরে আসা কতো যে সুমধুর বলে বোঝানো যাবে না।
যেমন যুদ্ধ ময়দান থেকে যুদ্ধ শেষে স্বজন ফেরে।
দূর বিদেশে চাকুরী করা মায়ের ছেলে, স্ত্রীর স্বামী ফেরে।
দীর্ঘদিন পর মেয়ে বাপের বাড়ি নাইওরে ফেরে।
আরো কতো কতো ফেরা। ফেরার মাধ্যমে মিলন কতো যে মধুর তা বলে বোঝানো যাবে না।
অনেকদিন পর 'বাংলা কবিতায়' ফিরলাম। নিজেকে যেন আমার কোন আপন এক কুটিরে আবিস্কার করলাম। যেখানে রয়েছে আমার অনেক কবি বন্ধগণ!