এই পৃথিবীটা রয়ে যাবে, সাগর-নদী-ঝর্ণাধারা বয়ে যাবে,
উপরে আকাশটা দিব্যি থাকবে, দিন-রাতের আবর্তন চলবে;
তোমার-আমার যাত্রা মহাকালের তরে -
কে যে কোথায় রবো! আমাদের চিহ্ন মিলিয়ে যাবে।
নিশিথ রাতের বুক চিরে আমার
তোমা বিহনের দীর্ঘশ্বাস
করবে হা-হুতাস -- সবার অন্তরালে!;
এভাবেই হাড়ালে
তুমি? মাত্র ক'দিনের দেখা-সাক্ষাত! -
বিধাতার হাতে এইটুকুই ছিলো বরাদ্দ বুঝি -
ফল তার মহাকালের তরে।
তুমি হয়ত ভাববে, কোন এক অখ্যাত-খেয়ালী-উৎসুক
কবি গোপনে গোপনে তোমাকে ভালোবেসে
শব্দালংকারে একটি কবিতা স্বয়ং তোমাকেই উপহার দিয়েছিলো, তারপর প্রেম নিবেদন, অবশেষে ফিরিয়ে দেয়া। হয়ত ভাববেও না।
কিন্তু জান না, সে কবিতা কতো রাত জাগা ভাবনা,
কতো দীর্ঘশ্বাসে ভরা, প্রচন্ড ঝড়ে গোছানো, কতোটা অশ্রুজলে ভিজেছিলো, কতোটা মূল্য দেয়া।
যাক সে কথা, শুভেচ্ছা রইলো অজস্র --
'চিরদিন ভালো থাকো, শানু!'
অশ্রু আর বাঁধ মানে না,
বুকেতে তুফান থামে না!