সমাজের হালচাল;
আমাদের সুস্থ্য সমাজে
আমরাই সুখী,
দুঃসমাজে
আমরাই নাকাল!

সমাজের দোষ দিয়ে চলি;
ঘুনে ধরা, ব‌্যর্থ বিশেষণ বুলি
চালিয়ে
সংস্কারবাদী পরিচয়ে
সাজি গুণীজন।

বলি -
সমাজ চলে কার হাত ধরে?

সতর্ক করতে চাই,
বাগানের আগাছা কর পরিষ্কার;
কিন্তু ফুলেল ফুলগাছগুলো চাই!
সংস্কারের ধোঁয়া তুলে
ফুলেল গাছগুলো মরলে সমূলে
সব যাবে বিফলে।
সুস্থ্য সংস্কার ও পরিমার্জনার
ধারাবাহিকতায় তাই,
গৃহে বধূর মাথায় ঘোমটা চাই!