আমি এক প্রাণ, সৃষ্টিকুলের
জাত সেরা দামি;
নিঁচুতেও নামতে পারি -
তাই, আমার আমি।
আমি কে? - তাতে তোমার
কি বা এসে-যায়? তুমি কে?
তুমি কার, আমি কার? - জানি না!
আমি আমার মতাে;
তুমি তোমার মতাে আপনাই অবলীলায়
চলেছো বিকায়ে আপন সত্ত্ব-সম্পদ-ভূমি,
লুটছো ইচ্ছেমতাে! -
আমি তোমার কথা, তুমি
আমার কথা ভুলেও ভাবো নি --
তাই, তোমার তুমি আর
আমার আমি।
কারো হাত ধরে চলতে চলতে
ছিটকে পড়েছ মোর ঘরে,
কিম্বা আপন চলেই গেছো দূরে,
আমি যে করেই বেঁধেছি বাঁধন -- এতো
বাঁধন বাঁধন, মেকির তাড়ন
সভ্যতাকে দিয়েছে গোপনে দমি!