সোনার এই বাংলার, রূপসী বাংলার
অনিন্দ্য রূপ - কোথাও নাহি এমনটি
আর এই পৃথিবীর প’রে; - পথে-ঘাটে-
ফসলের মাঠে-বনে-নদীতে,
আকাশে-বাতাসে বিভাসিত
তাহার নিটোল নিবেদন অকুণ্ঠ গৌরবে
উপনীত!
হেরিয়া এই বাংলার রূপ, নয়নে-মানসে মম
পড়িয়াছে ধরা - স্বর্গসম; -
ব্যক্তিবারে হৃদের বিমুগ্ধতার স্তুতিগাঁথা
খুঁজিয়া নাহি পাই ভাষা-কথা --
এমন শোভায় সুশোভিত!