আকাশটা কা’রও নহে, তোমার আমার -
সীমাহীন সঞ্চার!
চাঁদ জ্যোৎস্না, মেঘের মীনার-খেয়া, নীলচর,
তারকারাজির সমাহার;
শ্রাবণসন্ধ্যা;
ভাবনার আকাশ
তোমার আমার।
তা’ই হউক শানু, তুমি না হয়
ঐ দূর আকাশে রহিলে,
তুমিও না হয় আকাশ দেখিবে -
যে আকাশে আমি অপলক তাকাইয়া থাকিব!;
সব ছাড়িব, তবু কোনদিন আকাশটাকে ছাড়িব না।
অশ্রু আর বাঁধ মানে না,
বুকেতে তুফান থামে না!
(সমাপ্ত)