শানু! প্রতিটি রাত নামে দিনের তরে,
দিন আশ্রয় নেয় রাত্রির গর্ভে,
যায়-আসে বর্তুলাকারে প্রতিটি সপ্তাহ-বার,
মাস, প্রতিটি ঋতু,
শেষ হইয়া হয় শুরু প্রতিটি বছরের
বা আসে; -
তোমার যাত্রা রৈখিক শুধু,
ফিরিবার নহে।
শানু! ভাগ্য আমার সঙ্গে পরিহাস করে,
তাহারই সঙ্গে দিলে যোগ -
এত ভালবাসি তোমায় - দেখলে না;
মোর ভাগে ভালটি নহে,
শুধুই দুঃখ-যন্ত্রনা ভোগ!