অবুঝ ভালবাসা!-
অন্তরে নিয়ত পিপাসা জুটে,
প্রাবল্যে নিধূর্ত ঘটে -
তাহারে দেখিয়া কি সাধ মিটে!
আমি তাহার মুখখানা দেখিতে উম্মুখ নিরন্তর;
কখনও দেখা দেয় সে, নিজেও দেখে;
কখনও নিজেকে ঢাকিতে তৎপর,
তাহাতে আরও বিকট উপযোগ; -
আমার ধৈর্যের বাঁধ যেন টুটে!
আমার যত নরক ভোগ-
সে বুঝে না,
কোন মাটিতে গড়া সে যে -
আমি বুঝি না।
হৃদয়ে যত ক্ষোভ-বিক্ষোভ রটে -
তাহা সহ্য হইবার নহে; -
তাহার কি-ই বা আসে যায় বটে!
আমার যেন কোন উপায়ান্তর নাই -
প্রতিটি দিন অন্তঃত একবার
তাহার মুখখানা
দেখিবারে পাগলের মত চাই!