(আবর্ত,নির্বিকার)
একটি অজানা রহস্য মাঝে
খুঁজিতেছিনু সুখ;
পাইলাম বুঝি খনির সন্ধান! -

সেখানেই ঘটনা!
কলিজা হইল খান খান, পরমে পূরিল নরক
ভষ্ম শস্য ভরতঃ; শুধুই একতরফার
আবেগে বেগ
আর বাঁধ মানে না; -

সে মুখ ফিরাইয়া লইল,
আপনারে অন্যলোকে করিল আবিষ্কার;
অন্তরালেই আমার যাচনা।

হঠাৎ আসিল ঝড়, -
কে আপন, কে পর? জানি আমি,
জানে অন্তর্যামী,
আর হয়ত সে!

আমি ভাবিলাম,
কে আর ফুটাইবে ফুল আমি ছাড়া?
তাহার চোখে তখন অন্য স্বপ্ন ভরা-
বিধাতাই জানে!.....................

আমি ভাবি ব’সে ব’সে
ক্ষত আর দীর্ঘশ্বাসে -
জীবনে স্বপ্ন আমার ভারি,
কভু-কোনমতেই এড়াইতে নারি,
আর স্বপ্নের সঙ্গে
যুক্ত রহিয়াছে যে প্রাণ,
তাহারে কি ভুলিতে পারি?

বিধাতার কারকে প্রাণে বাঁজে অগ্নিবেণু;
নির্বিকার ‘শানু’!