আজবপুরী কররাজ্য রে ভাই
দিব্যি আছে রাজা মশাই, রাজন্যবর্গে ভরা;
রাজ্যের সকল বিভাগ আছে, খাত আছে;
সেবা-কোষাগার খালি ত্বরা করা।
রাজা মশাই অচেতন নয়, নয় রাজন্যবর্গ---
এটাকে তারা রাজ্য না ভেবে ভাবে নিজের স্বর্গ;
কর আসে কাড়িকাড়ি, স-ব চলে যায় তাদেরই বাড়ি,
উপঢৌকনের ভারে ন্যূজ পররাজ্য রক্ষাকারী।
প্রজারা বাধ্য দিয়েই মরে-- প্রত্যাশা অন্যায় ভারি।
রাজন্যবর্গ আয়েশে বিভোর ঘুমে কাটায়,
শুধু জেগে থাকে প্রহরী;
রাজন্যবর্গ আর পররাজ্য --- সব খাতে প্রহরা,
তুচ্ছজ্ঞানে আপদ শুধু রাজ্যের প্রজারা।
প্রজারা বলে, এই আমাদের রাজন্যবর্গ আর উপযুক্ত রাজা--
উড়ে এসে জুড়ে বসা আমাদের ওপর সাজা।
রাজামশাই অট্টহাসে রাজন্যবর্গ সমেত,
লুটের ঘর রাজ্য তো নয়, পাওয়া লুটেরই মারফত।
সেবা-ভালোবাসা দিয়ে তো নয় রাজ্যখানি অস্ত্রে করেছি জয়,
আমরাই শুধু ভোগের প্রাপ্য, প্রজারা তো নয়!