প্রেমের কাছে প্রশ্ন আমার
হয়েছে কি প্রেমে ভুল?
স্বর্গ থেকে আসে নাকি
ভালোবাসার প্রেমের ফুল!
প্রেম তোমায় ভাবি কেন
সকাল-সন্ধ্যা, দিন-রাত?
তোমার আমার এই প্রেমেতে
আছে কারো কোনো হাত?
তোমার প্রেমে অন্ধ আমি,
দোষ কেন দিবে প্রহর ?
প্রেম তোমায় খুঁজে বেড়াই
গ্রাম-গঞ্জ, সকল শহর!
তোমার তরে ভুললাম আমি
সময়-বয়স, জাতি-কুল,
কাঁটার সাথে করলাম সন্ধি
পায়ে পিষে ফোটা ফুল।
পথ হারানো পথিক আমি
প্রেমে আজই হলাম নিঃস্ব!
তোমার আমার এই প্রেমেরই
কী যে নাম দেবে বিশ্ব?
প্রেমের নামে কিনলাম আমি
শুধুই নীলাভ অভিশাপ
তোমার-আমার প্রেমে ছিল কি
বলো কোনো একটু পাপ?