আমাদের বাংলা
শান্ত ইসলাম
আমাদের বাংলা আমাদের স্বদেশ
চিরকালই আমাদের থাকবে,
যতসব দীনতা যতসব কষ্ট
ব্যথাসব হাসি দিয়ে ঢাকবে।
আমাদের মৃত্তিকা আমাদের গর্ব
ভরে ওঠে ফুল-ফল-ফসলে,
অধিকার আদায়ে আমরা সশস্ত্র
পুড়ে যদি যাই যাবো অনলে।
আমাদের বৃক্ষ আমাদের পতাকা
চেয়ে দেখো, ছেয়ে আছে সবুজে,
এতসব দুঃখ, এতসব কষ্ট
বাংলায় সুখ পাই তবুযে।
মেঠোপথে হাটবো, কাঁটাবন কাটবো
রোদে ভরা কাঠপোড়া দুপুরে।
যতবার আসবো ততবার ভাসবো
ভেলা নিয়ে নদী-জল-পুকুরে।