তুমি নারী, চন্দ্রবদনা,
তব লাবণ্য অমলিন জ্যোতি।
নহি জানো, এক অন্তরাল-মন্দিরে,
তব প্রতিচ্ছবি পূজিত দিবস-রাত্রি।

নিশীথনিশি মেঘমন্দার,
তব কুন্তল তিমিরশোভা।
নয়নযুগল স্বপনসিঞ্চিতা,
যেথা প্রেম মেঘে লাবণ্যধার।

তুমি জানো না, সুদূর একান্তে,
এক চিত্ত চঞ্চল তব স্পর্শে।
প্রভাত তাহার তব হাস্যজ্যোতি,
নিশীথ তাহার তব হাস্যছায়াপতি।

যদি জানিতে, যদি অনুভবিতে,
এ হিয়ায় কত প্রীতি লুকায়ে!
তবে কি তুমি চাহিয়ে দেখিতে?
একবার শুধু আঁখিতে আঁখিতে?