রৌদ্র পুড়ে শহর ধরে
হাঁটছে পথে বাকের
নীরব পথে কান খাঁড়া হয়
গান শুনে এক কাকের!
গানখানা তার ঝন ঝনাঝন
বাতাস আসুক শন শনাশন
হালকা এসি হয়ে
শরীর যেন ঝলসে গেলো
বুকের খাঁচা ক্ষয়ে।
বাকের হাঁটে কাকের ভেবে
শহরজুড়ে ঢাকায়
ছোট্ট খুকু এই ছবিটা
ব্যস্ত এখন আঁকায়!