ভোর হলো খুকুমনি
খুলে দাও দোর
সূর্যটা উঁকি দেয়
মেঘেদের উপর।
ঘুমটাকে বলো- বাই,
চোখ থেকে ভাগো
তুমি খুকু খুব ভালো
এইভাবে জাগো।
পাখি ডাকে মেলে দেয়
প্রজাপতি ডানা
মধু নিতে মৌমাছি
ফুলে দেয় হানা!
ভোর হলো কতকিছু
খুকুমনি দেখো
করো কত পড়াশোনা
বেশি বেশি লেখো।