পুঁটলিতে এক মাছের মাথা নিয়ে চললো দাদু
নাতিপুতির জন্য ভাবেন মাছের মাথা স্বাদু।
কাটা সুদ্ধ মাছ খেয়েছে দাদুর জিভে পানি
কাচা কিছু দেখলে বলেন- হাউ ফানি, হাউ ফানি!
ভূতের দাদুর মাথা গরম মামদো ভূতের পোলা
সারাদিন তার হাফ প্যান্ট আর জামার বোতাম খোলা।
বোতাম খুলে খেলতে নামে চুল খুলে দেয় লাফ
তাইতো সবাই তাকেই বলে ভূতের দাদুর হাফ।
ভূতের দাদু দুষ্টু ছেলে পাকানো তার গোঁফ
দেখলে পাশে কাচা মাছ আর মাংশে ওঠে লোভ!
মানুষ যদি মাছ নিয়ে যায় পাশ কেটে ওই তার
দেখবে বাড়ি মাছ কোথায় রে! আছে কখান হাড়!