ভুত তাড়াতে বিড়াল গেলো
ঝাকড়া বটের তলে
ভুত তাড়ানো, অত সোজা!
একটু পরে ঢলে!
ভুতের রাণী ওপর থেকে
ফেললো বটের দানা
ঠিক তখনই বিড়ালের চোখ
হয়ে গেলো কানা।
কানা বিড়াল উঠবে গাছে-
কেমনে দিবে হানা!
ঠিক তখনই পড়লো মাথায়
মামদো ভুতের ছানা!
দলাইমলাই করে বিড়াল
পড়ে আছে নীচে
ভুত তাড়ানো ফন্দি গেলো
বট বাগানের পিছে!