ভূতের পোলা সাপ দেখেছে বাগানে
কুলোর মতো ফোঁস করেছে রাগানে!
নেউল হয়ে ভূতের পোলা যেই নেমেছে নীচে
সাপ তখনই জড়িয়ে বেঁজির মাথাই দিলো ছিঁচে।
কেঁপেই বেঁজী বেধেই ফেলে হাঁপানে
বাবা কোথায়! মা বলে দেন- জাপানে!
মাথার ঘিলু ওলটপালট হয়ে গেছে কামড়ে
সাপের মাগো কত্তো বেশী শক্তি সাহস দাম ওরে!
তোর বাবা ওর দ্বিগুণ বড় শক্তিতে
সাপ আর ওঝা দেখিস না কী ভক্তিতে!