বাজারে যেতে চাইনি
জোর করে বাবা থলে ধরিয়ে দিলেন-
টাকার বান্ডেল ধরে বাজারে গিয়ে দেখি দাঁড়কাক
দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় ভাজা খাচ্ছে!
শকুনগুলো মাছের লেজ ধরে টানাটানি করছে
ডায়নোসরও দেখি বাজারের মুখ আগলে রেখেছে...
আমি ভয়ে দৌড় দিতে গিয়ে দেখি-
বাবা, আমার কাঁধ স্পর্শ করে পেছনে দাঁড়িয়ে আছে!
বাবা বললেন- ভীত হলে চলে?
ফুল তুলতে গিয়ে কাটার ভয়ে ফিরে গেলে ফুলের মর্যাদা হানি হয়!
একদিন বাবা আমাকে বাঘের সামনে ছেড়ে দিয়ে আমার মনকে, হৃদয়কে শক্ত করতে গিয়েছিলো!
আমি টলমল করে উঠে দেখি বাবা আমার পাশে!
বাবার ব্লাক মাম্বা সাপের গল্প শুনতে শুনতে আমি হয়ে উঠেছি এক ভয়ঙ্কর ঈগল!
আমি গোখরো নিয়ে খেলি আর চন্দ্রবোড়ার মাংশে করি জটিল সংসার