রাস্তায় বের হলে সামনেই ভাউ
পড়িমড়ি করে উঠি হাউমাউ হাউ।
হাউমাউ করে বুক করে ধড়ফড়
আম্মুটা বলে ওই? কুকুরটা ধর!
ঘরে এলে ভাইয়াটা ধরে দুই কান
পেন্সিল বাক্সটা এক্ষুনি আন–
ইরেজার দেখতে তো বেশ তুলতুল
দাঁত দিয়ে কেটেছি তো! তাও নাকি ভুল?
আব্বুটা তেজী খুব দাঁত কটমট
ভয়ে মাথা চুলগুলো পেকে যায় জট।
সবখানে ভয় ভয় কাঁপে দুই পা
আম্মুকে পেলে ভয়- টা-টা-টা।