তোমরা আমার ভয় দেখাবা!
লম্বা কালো ভুতের!
ডিংকাচিকা, কাঠ কংকাল আর
মাজাভাঙা জুতের-
উল্টোদিকে হাঁটতে পারে
থাবা বড় নখের
মুন্ডু হতে দাঁত বেরোনো-
লম্বা সাদা ঢকের!
তোমরা আমার ভয় দেখাবা
ভুত আমাকে খাবেই
আমি বড় হয়েই গেছি
ভয়তো আমি রোজই বেঁচি
তাইতো আমি ভয় পাবো না
এইতো কোনোভাবেই!