ভুতদের একছেলে ভোম্বল সিং
সারাদিন খেলে যায় ডিং ডিং ডিং।
রাত হলে প্রাক্টিস পড়াশোনা আর
মটকাতে হবে কার চকচকে ঘাড়!
ভোম্বল সিং শুধু করে যায় ভুল
-'আনো পাতা' আনে কেটে গাছটির মূল!
যদি শোনে বাড়ি যাও, যায় সোজা মাঠ
-'খেলা করো' বললেই ভেঙে ফেলে খাট!
ভোম্বল সিং খেলে আর করে কাজ
সবকাজে তার শুধু তেজ আর ঝাঁজ!
বাবা-মা'র আদরের ভোম্বল সিং
সারাদিন খেলে যায় ডিং ডিং ডিং।