ভালোবাসতে চাইনি
তুমি জোর করে কেড়ে নিলে আমার মন
জোর করে ভালোবাসা হয়না!
তবুও হলো
আমি তোমার চূড়ান্ত মায়ায় জড়িয়ে গেলাম...
আস্তে আস্তে আমার শরীরে তোমার অস্তিত্ব প্রবল হয়ে গেলো
একদিন আমি হয়ে গেলাম তুমিময় প্রেমিক।
আমার কোনো কাজ বলে কিছুই থাকলো না!
ও!
কাজ তো অনেক বেড়ে গেলো
কাজের বেশী সময় জুড়ে তোমাকে নিয়ে রাজপ্রাসাদ কল্পনা!
তোমাকে কত সুখী করতে হবে,কিভাবে আরও গভীর আনন্দে কাটাতে হবে এসব
আমি ঘুমালে যেন মধুময় ফুলসজ্জা হয়ে যায়
হঠাৎ তোমার সামনে এলো এক রাজপুত্র!
কিন্তু আমার সাথে তোমার টানাপোড়েন কেনো-
ও!
তোমার বাবা তাকে পছন্দ করেছে! মা ও!
কী দারুণ মধুর সংবাদ!
তারপর কেটে গেলো তুমিহীন সংকেত সময়
ভালোই তো আছি- কেমন আছি?
-বেঁচে আছি! ভালোবাসা, প্রেম- জোর করে শেখানো এক পাহাড় স্মৃতির এলবাম নিয়ে...